একটা পাখি ,
কিচিরমিচির করেই বেড়ায় দিবানিশি
পাখিটাকে ভীষণ রকম ভালোবাসি
জানে না সে ,
তারে আমি বুকের ভেতর লেপ্টে রাখি
জানে না সে তার জন্য
কতখানি সুখে থাকি !
চারিধারে ইট পাথরের জঙ্গল দেখি
চোখে আমার সয় না মোটে
তবু থাকি ,এই শহরে
বুকের নিয়ে নিটোল একটা গায়ের ছবি !
আশপাশের এই কঠিন জগত ,
কর্কশ সব শব্দ শুনি
মন খারাপ হয় !
যখন পাখির শব্দ শুনি
মন ভালো হয় !
পাখিটাকে একটা গাছে বসতে দেখি
ওই পাখিটার নীল ডানাতে নিজেই যেন উড়তে থাকি !
সুখ সুখ এক আবেশ জাগে
মনটা তখন পাল তুলে দেয় আকাশপানে !
পাখি ওরে , ওপারের স্বর্গ পাখি
তুই আমায় দিস নে ফাঁকি !
তোর জন্য ভালবাসার রাজ্য বুনি
তোর জন্য ভালোলাগার স্বর্গজালে জড়িয়ে থাকি !
শান্ত, সুধীর একটি নদী ,
দূরের পানে ঠায় দাড়িয়ে ধবল পাখি
পাল তোলা নাও , নদীর তীরে বালির হাসি !
এ আমার প্রাণের ছবি !
কিন্তু সবে ধন নীল মনি এই ,
আমার কেবল একটা পাখি
আমার অনেক চাওয়ার একটুখানি
তুই যেন এই আমাকে দিসনে ফাঁকি !