এলিয়ে চুল বলল কবি,
কে গো তুমি ?  
নাম বলে যাও!
কোথায় থাকো?  
মেঘের দেশে বাড়ি?

কোন পাহাড়ে থাকো?
ঝর্ণা মাখো রোজ-ই?
কোন নদীতে বাসর সাজাও
কোন সাগরের পাড়ি ?
তুমি কী নীল জলধির নুড়ি
আঁধার রাতে বাজে তোমার
ঝুমুর ঝুমুর চুড়ি ?

কোন আকাশে নীল মাখালে
কোন অরণ্যে ফুল ,
নিশি রাতে বাজে তোমার
ঝোমকো মনের দুল ?

কোন হাওরে ছড়াও সবুজ
কোন রাত্তিরের চাঁদ ?
মুক্ত ধরার নীল জোছনা
ভালবাসার ফাঁদ ?
বাতাসে কী উড়াও আঁচল
কনক কারুকাজ ?

তুমি কী গোধুলি রঙ
জোনাক পথের বাঁক ?
সন্ধ্যামণি সবুজ আলোর হাঁট ?
নৈঃশব্দে মেলো নাকি ,
ভালবাসার হাত ?

না না না আমি এমন কিছু নই
এক নীলকন্ঠী নারী !

হেসে বলল কবি ,
আমিতো তাই চেয়েছি
আমি হবো সেলিম
তুমিই হবে আমার আনারকলি?
  
হৃদয় পাতায় নামটি তোমার
লিখে নিলাম আজই
তুমিই হও না আমার
একলা রাতে কন্ঠ সাধা পাখি!