জলেতে বসন্ত এসেছে
স্থলে ঘোর বিপদ,
জেগেছে শুকনো নদী
উচ্ছ্বাসে ভাসিয়েছে চর
ভেঙেছে সব বাঁধ ,
ভেসেছে ফসলের জমি
কৃষকের বুকে হাহাকার ।
একেই বলে ,
'কারো পৌষ মাস
কারো সর্বনাশ ।'
পানি তোর কেনরে এত রূপ ?
চৈত্রে খড়ায় মারিস !
বৈশাখে ভাসাস অকারণ
হেমন্তে বড় আপন ,
বুকের ভেতর থাকিস
গ্রীষ্মে হস বড় বেঈমান
সবই ভুলে যাস !
হাওর ভরা অথই পানি
দীর্ঘশ্বাসের জলকেলি
মাঝখানে বসত খানি
পানির উচাটন মন
খেলে খেলে ভাঙে ভিটা
হাওরে দশ নং সংকেত !
মনমাঝি ভাবছে বসে
উপায় কী এখন ?
জলে ভেতর বসত করি ,
ডুবলে এবার তরীখানি
কেমনে কুলের দেখা পাই !
পেটের তরে হয়েছিলাম কৃষক
কবি মান দিয়া কবিতায় বানাইলো সাধক ;
এখন আমার ধান গেল , মান গেল
ঘরেতে কানাকড়ি নাই!
কী আশায় বেঁচে থাকি ভাই ?
ঋণে ঋণে সর্বস্বান্ত
জীবনের দিশা নাই !