বেজেছে ছুটির ঘন্টা
এলো ফিরে সুখের রাঙা সকাল
মনের ঘরে টুইট করেছে কে যেন
হৃদয়ে ঝরছে সুরের ধারা টুংটাং ।
গীটারের তারে সুর ওঠেছে অফুরান
হারিয়ে যাব দুর দ্বীপান্তে
প্রাণের বন্ধু তোমায় আহ্বান ,
কোথা হতে কোথায় হারাবো
কেউ ঠিকানা পাবে না তার ।
আকাশের সাথে আকাশ হবো
সবুজের মাঝে দেবো ডুব
উদ্ভ্রান্ত এই প্রাণের ভেতর
লিখব তোমার নাম
ঢেউ পেরিয়ে জলে ভেসে ভেসে
মাখবো সুখের ঘ্রাণ !
কুড়ানো ঝিনুকে মালা গেঁথে
পরাবো তোমায় আপন হাতে
অজুত নিজুত শাপলা তুলে
দিব তোমায় উপহার ।
পদ্ম ফোটা ঝিলের পারে
বসে বসে কাটাব দিনমান
সন্ধ্যাসাঁজে বুনো হাঁস হয়ে
উড়ে যাব আরবার
দূর হতে দূর বহুদুর
সীমানার ঐ পার ।
আমি বারবার তোমায় নিয়ে
হারিয়ে যাব পৃথিবীর পথে
কেউ খোঁজ পাবে না তার
বুঝুক তারা তুমি একান্ত আমার!