সবাই বলে , শেখ মুজিব নেই
আমি বলি ,আদর্শের মৃত্যু নেই !

যার বজ্র কণ্ঠ আজ ও হৃদয়ে তুলে ঝড়
হৃদয়ের সিংহাসনে বসবাস যার
হৃদয় যাকে আঁকড়ে রাখে  
তার কি মৃত্যু হয় ?

মানুষ মরে যায়
মরে না মহাবীর
তার আদর্শ নাম বুকের গহীনে
থেকে যায় অমলিন !

তুমি বাংলার জন্মদাতা
তুমি ছিনিয়ে এনেছ স্বাধীনতা
রুখে দিয়ে ষড়যন্ত্র
তুমি পেয়েছে অমরত্ব !


তুমি বঙ্গবন্ধু বাংলার
তোমার জন্মে ভাগ্য ফিরে বাংলার
তুমি হাজার বছরের শ্রেষ্ট বাঙালী
তুমি বাংলা মায়ের সন্তান ।

তুমি আকাশের তারা নও
আকাশটাই তুমি ,
অগণিত তারা জ্বলে আকাশে
জ্বলে ধিকিধিকি ,
সব তারা ঝরে গেলেও
তুমি থাকো ঠিকই !
তুমি যে ধ্রুবতারা
বাংলার প্রদীপ পথের দিশারী !

তুমি মোদের আরাধ্য রতন
তোমার তবু হয়নি যতন
তোমার কাছে ক্ষমা চাই
তোমার আদর্শ মাঝে
যেন পাইগো ঠাঁই।

(লেট আপ্লুড । সরি ফর দেট ।)