কী আর হবে বসে বসে ..
ভাবনার জাল বুনে ... ?
চল , বরষার সঙ হই
মেঘেদের মন ভেঙ্গে
বৃষ্টির জল হই
জীবনের দায় ভুলে
আষাঢ়ের রঙ হই !
বরষার এইদিনে
কদমের ফুল হই
উচ্ছ্বল জলে ভাসা
অনিবার সুখ হই ...!
থই থই নদী জলে
জোছনার ঢেউ হই
নির্জন জল জটে
নিশ্চুপ ভেসে রই !
বৃষ্টির ঝুম জলে
ভিজে একাকার হই
স্রষ্টার পটে আঁকা
কেতকির ফুল হই
পটুয়ার ক্যানভাসে
আঁকা জলছবি হই !