আমার একটা গল্প ছিল
এ এক দেশের গল্প ,
এ এক গোধূলি শেষে পাখিদের নীড়ে ফেরার গল্প
এ এক সন্ধ্যা সাঁজে বনের ধারে
জোনাক জ্বলা আবেশ ,
এ এক পাল তোলা নাও
নিরুদ্দেশে হারিয়ে যাওয়ার গল্প ।

এ এক নিশি রাত , মায়াবি চাঁদ
জ্যোৎস্না খেয়ায় ভেসে যাওয়ার গল্প


এ এক বট বৃক্ষ , পথের বাঁকে
সুখ ছড়ানো গল্প।

এ এক ভর দুপুরে কাদা জলের গল্প
ভাই বন্ধু সবে মিলে মাছ ধরিবার আমেজ
জলে ভেসে ওপারটিকে আগে ছোঁয়ার গল্প।

এ যেন  নদীর ঘাটে এক রুপসী
আঁকা বাঁকা পথ়়ে কাঁখে কলসী
জল আনিবার গল্প
এ যে এক মায়ের হাতের চচ্ছরী মাছ ,
পিঠে পুলির গল্প)!

এ যে আমার মদন মাঝি ,
রাখাল বাঁশি ,সুরে সুখের আবেশ
এ এক কোমল আকাশ ,
দুরের পাহাড় ,হাজার তারা
নীল সাগরের গল্প ।

এ যেন এক পদ্ম ফোটা শালুক বিলের গল্প
ডিঙ্গী নৌকায় কুড়িয়ে শাপলার গল্প
এ যে এক ধূলিমাখা পথের শেষে হৃদয় রাখি
একটুখানি শীতল ছায়ায় জুড়িয়ে নেয়ার গল্প ।

এ এক দোয়েল রাজার অনাবিল সবুজ মাঠের দেশ
রাজার মত মনের সুখে শিষ বাজানো বেশ
এ যে আমার সোনালি ধান ,অকাল বানের দেশ ।

সে যে আমার প্রাণের ভূমি,সোনার বাংলাদেশ
যতই বলি তার কথা হয় না যেন শেষ ।

সে যে অপ্সরী এক ;
হৃদ- মাজারে সুখের আবেশ
কী যে ভালবাসি ,
সবুজে চাওয়া   হু- হু বাতাস
ধানের ক্ষেতের হাসি ,
সে যে আমার অসমাপ্ত গল্প বলা
চলবে দিবানিশি ।।