আজি পহেলা বৈশাখে
বৃষ্টি এসেছিলো ,
গরম ভাতে পানি ঢেলে
পেট পুরে খেয়ে গেলো ।।
মরিচ পুড়াই চেয়েছিলো
শহুরে সব লোক জনেরা
পান্তা ইলিশ খাইয়ে দিল !
বৃষ্টি ভীষণ ক্ষেপে গেলো
কাল বোশেখি ঝড়ের বেশে
পৃথিবীটা কাঁপিয়ে গেলো ।
যাবার সময় তেজ দেখিয়ে বলে গেলো-
কোন কিতাবে পেলে বলো
নববর্ষে পান্তা ভাতে ইলিশ ভালো ?
তোমরা বাঙালি সব ভুলেই গেছো ?
পান্তা ভাতে মরিচ পোড়া ,
ওই চাষিরা পেট পুরে খায়
ভোরের আলো ফোটার আগে
কোমর বেঁধে হাল চাষে যায় ?
তাদের ঘামে তাদের শ্রমে
কোটি পেটের অন্ন জুটে ,
তাদের ভুলে , কেমনতর বাঙাল সাজো ?
যদি তাদের মানই দিতে ,
গামছা মাথায় লুঙ্গি পড়ে
পান্তা ভাতে মরিচ খেতে
নতুন বছর বরণ করে
ওই চাষিকে সাধক মেনে
নিদেন পক্ষে একটি দিনে
সত্যিকারে বাঙাল হতে !
মন গড়া সব অপযোগে
কাঙাল সাজো সবাই
নিজের যা আছে -
তাকেই মাথায় তুলো
গড্ডালিকায় গা ভাসিয়ে
কে কোথায় কী পেলো ?