''আমরা সবাই জীবক!''
(We all are Almsman!)
✍️চিত্তরঞ্জন সরকার (Chittaranjon Sarkar)
তারিখ : ০৮-১২-২১ ইং
~~~~~~~~~~~~~~~~~~~~~~
পৃথিবীটা ভরপুর বহুমাত্রিক বিচক্ষণ ভিক্ষুকে!
কেউ জীবক ধনে,কেউ মনে,কেউবা আচরণে!!
কেউ অনেক বড়,কেউবা ছোট,কেউ মাঝারি!
কেউবা করে গোপনে,কেউ ভিক্ষুক সরাসরি!!
প্রেমিক ভিক্ষুক প্রেম প্রার্থনায়, অনাহারী খাবারে!
কেউবা শুধুই চায় অনন্য জমকালো পোশাক বাহারে!!
একটাকা যার পকেটে একশ টাকা বাঞ্চা করে!!
একশ টাকার মালিক হাজারপতি হতে ইচ্ছে করে।।
হাজারেরা লাখের ধাক্কায় থাকে সদা অনুক্ষণ।
লাখপতি কোটির ধান্দায় করে কালক্ষেপণ।।
কোটির কাতারে যারা,উচ্চ পদাধিকারে সমাজে!
বিলিওনিয়ারীদের হবার ইচ্ছে ট্রিলিওনারী সাজে!!
রাস্তার ভিক্ষুক অর্থ চায় পথচারীদের সন্নিকটে।
অফিসার পদোন্নতির ভিক্ষা চায় বসের নিকটে।।
কেউ চায় স্বর্ণ,রৌপ্য, মাণিক্য, জহরৎ ভিক্ষাতে!
কারও বাসনা শুদ্ধচিত্তে সপ্ত আসমানে দিদারেতে!!
বারাঙ্গনা ভিক্ষা চায় নিজ বিশেষ সুকৌশলে।
সফল হয় তারা কাজে,সঠিক নাগরে মেলে।।
কেউবা বাইরে লেবাসে ভিক্ষুক,কেউবা অন্তরে।
ভদ্রভিক্ষুক বেশি ভয়ংকর,ক্ষতিকর হয় সমাজে!!
কেউই চায়না নিজের আকাঙ্ক্ষার ঘোড়া থামাতে!
কোটিপতিতেই স্থির থেকে,সাহায্য করবে দরিদ্রেতে!!
অর্থবিত্ত,বৈভব,সৌন্দর্য্য যতই থাক নিজের কাছে।
মনের গভীরে তবুও কারও সদা দৈন্যতাই বিরাজে!!
চারদিকে যেদিকে তাকাই শুধুই ভিক্ষুক দেখি।
কেউবা আধ্যাত্মিকতা ভিক্ষা করে স্রষ্টা সন্নিধানে।।
প্রতিনিয়ত চিত্তে যদি থাকে কামনা-ভিক্ষা!
পরম দর্শন কেমনে হবে,করে এবাদত শিক্ষা!!
সবমসময় যদি অন্তর্লোকে থাকে ভিক্ষাবৃত্তি!
ঈমান,স্রষ্টার স্বরূপ-জ্ঞান কদাপি অসম্ভব প্রাপ্তি!!
আমরা সবাই ঈশ্বরের নিকট সদা ভিক্ষা করি।
কেউ পার্থিব,কেউ অপার্থিব;ভেবেই হৃদয়ে মরি।।
পার্থিব জিনিসের ভিক্ষায় মোক্ষ-মুক্তির অন্তরায়।
আধ্যাত্মিক উন্নতির প্রার্থনায়,সার্ব্বিক কল্যাণ হয়।।
তোমার পকেটে,ব্যাংকে ভরা নিযুত হাজার কোটি টাকা!
কবরে বা চিতায় রবে না সাথে,হবে গড়ের মাঠ ফাঁকা!!
ওরে মন! কেন তোমার পার্থিব-ভিক্ষা-প্রবৃত্তি সর্বদায়?
মজ না কেন তুমি ক্ষণিকের তরেও করুণাময়-চিন্তায়?