''স্বপ্নসোপানে পৌঁছা''

©️ চি ত্ত র ঞ্জ ন  স র কা র (ধ্রু বা লো ক)
তারিখ : ০৮-০৮-২২ ইং

~~~~~~~~~~~~~~~~~

মধ্য রাত আগতপ্রায় -
ফিরছি তরিঘরিতে,ব্যবসায়িক কাজ সমাপন্তে!
চলছে না  আর পা দু'খানা অতীব কর্মক্লান্তে!!

চাবিতে সদর দরজা খুলে,দু'হাতে চারটে ব্যাগ নিয়ে!
ঝলমলিয়ে জ্বলতে থাকা কারেন্ট,হঠাৎ নিভে মিইয়ে!!

কেবলি প্রথম সিঁড়িতে রেখেছি দক্ষিণ চরণ!
চাইনি তবুও করতে হলো অন্ধকারকে বরণ!!

হঠাৎ থমকে গেলাম আমি,লাইট চলে যাওয়ায় !
হোঁচট খেলাম বেশ কয়েকবার,উঠতে দোতলায়!!

উঠলাম পা টিপে টিপে,করে চিত্তে আশু ধারণা!
তালপাতার পাখার বাতাসে, কক্ষে এলানু গা!!

নগরজীবনে নির্ধারিত,লোডশেডিং হয়ই সবসময়!
আলোকচ্ছটা মুহুর্তেই নিভে, ঘনকালোতে রুপ নেয়!!

এই আছে কারেন্ট- এই নাই,যেন লুকোচুরি খেলা!
নিঃশ্বাস বন্ধে ডুবে যায়, দূর্লভ মানব জনমের বেলা!!

প্রাণান্তকর আন্তরিক প্রচেষ্টায় কোটি বাধা উতরানো,
দূর্গম পথ হলেও স্বপ্নচারী নাহি জানে কভূ পিছানো!!

ঈর্ষা,নিন্দুকের নিন্দা,হিংসার অনলে নজর না দিয়ে!
বিজয়ের মঞ্চে উঠে, বরেণ্য হয়, স্ব-উদ্যোগী হয়ে!!

স্বপ্ন যদি হয় আন্তরিক,সমূহ সদিচ্ছা থাকে তা পূরণে!
পাহাড় সম বাধা হয় তুচ্ছ,সকলের পূজ্য হয় বরণে!!