চঞ্চল মন কেবলি দৌড়ায়-
এখানে সেখানে চারিভিতে অক্লেশে!
নহে স্থির অনড় প্রদীপের আলোক শিখার মতো-
একাসনে স্থির দৃঢ় অবিচল!!
সেই শিশু সূলভ সরল মন আর নেই -
করেছে যান্ত্রিক মন রূপে আত্মপ্রকাশ!
সুসজ্জিত হয়েছে বর্তমান মন আধুনিকায়নে-
কুটিলতায় পূর্ণ কৃত্রিম আচার-আচরণে!!
পূর্বপুরুষরা নীতিতে ছিলেন কঠোরতার প্রতীক -
পর্বতসম কঠিন ও অসীম অচঞ্চল!
আদর্শে স্মরণীয়, বরণীয় ও অনুস্মরণীয়!!
বিংশশতাব্দীর মন ধেয়ে চলেছে অবিশ্রান্ত-
টি,এস,ইলিয়টের সেই বহুল আলোচিত,
আধুনিক স্ট্রিম অফ্ কনসাসনেস্ তত্ত্ব!!
মুহুর্তেই মন স্থানান্তরিত-
অজানা জাদুর ঐন্দ্রজালিক শক্তিতে!!
যান্ত্রিক যুগে বিজ্ঞানের ছোঁয়ায়-
মন আজ খুবই বিচলিত অশান্ত!
ধর্মের ছায়া আজ বড়োই প্রয়োজন
সঠিক দিশারি রুপে অন্তর্চালিকারূপে!
চিত্তসংযমের সাধনায় সাফল্যের নিমিত্তে!!