" শ্রীকৃষ্ণ-জন্মাষ্টমী-সন্দর্ভ "
বিরচনে : চিত্তরঞ্জন সরকার
তারিখ : ৩০-০৮-২১ ইং
==============================
সর্ব্বাকর্ষক বংশীধারী যাদব শ্রেষ্ঠ নররূপী শ্রীহরি।
ত্রেতাশেষে আসিলেন শ্রীকৃষ্ণ রূপ ধারণ করি।।
বৈকুন্ঠের হিতকারী নারায়ণ অমৃতলোক ত্যাগি।
কৃপাবেশে আসিলেন দূর্দশাগ্রস্ত ধরিত্রীমাতার লাগি।।
জগতের সার সম্পদ নির্গুণব্রহ্ম সাকারব্রহ্ম রূপে।
সাড়েপাঁচ-সহস্রাব্দ আগে কৃপায় জন্মেন বৃষ্ণিগোত্রে।।
বিষ্ণুর ৮ম অবতার শ্রীকৃষ্ণ কংসের লৌহ-কারাগারে।
বসুদেব-দেবকীর 'মানসিক যোগে' 'অযোনিসম্ভবে'।।
পরমসত্ত্বা,পরমারাধ্য ষোলকলা পূর্ণচাঁদ শ্রীকৃষ্ণ।
শুদ্ধসত্ত্বময়ী মাতা দেবকীর গর্ভরত্ন হইলেন শ্রীবিষ্ণু।।
'হরিবংশ',মহাভারত, বিষ্ণু পুরাণ ও ভাগবতপুরাণে।
অমর বাণী 'ভগবদগীতা'র প্রবক্তা,বাস্তবিক জীবনে।।
ক্ষিরোদশায়ী কমললোচন মনুষ্য দেহ ধরি।
দানিলেন ভগবদ্গীতা, সমস্ত ভূ-ভার হরি।।
অর্জুন-সারথী হইয়া স্বয়ং শ্রীবিষ্ণু নারায়ণ।
সত্য ও সুন্দর উদ্ভাসিত, হইলো ধর্মের কল্যাণ।।
তাপিত বসুন্ধরা হইলো শীতল ধারায় অভিসিঞ্চিত।
পাইয়া পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা অপ্রাকৃত।।
মহাভারতের মহারণে স্বয়ং থেকে উপস্থিত।
প্রকাশিলেন শরণাগতির যোগ,জগতের হিত।।
শৈশবে তৃণাবর্তাসুর,পুতনা আর কালীয় দমন।
অপূর্বজ্যোতিতে কুরুক্ষেত্রে ধর্ম ও সত্যের রক্ষণ।।
কংস, শিশুপাল,জরাসন্ধ ও দুর্য্যোধনাদি বধেন।
বিদুর-যুধিষ্ঠিরাদি ধর্মাত্মাদের রক্ষণ,সহায়ে সুদর্শন।।
ঈষৎ বঙ্কিম নয়ানে তুমি ওহে কানাই গোবর্ধনধারী।
বৃন্দাবনের গোপিনীদের লীলা-পুরুষোত্তম চিত্তহারী।।
উপনিষদের প্রাণপুরুষ সনাতন ধর্মের রক্ষাকারী।
আদর্শ রাজন,সখা,কান্তা;আধ্যাত্মিক পথের দিশারী।।
দিব্যনায়ক,নরাধিপ,পুরুষোত্তম জগতপালক।
সুচতুর,কৌশলী বাসুদেব তুমি পরমার্থ পরামর্শক।।
শিখিপুচ্ছধারী মহাবতারী শ্রীকৃষ্ণ কৃপা কর এইবার।
সচ্চিদানন্দ দান করো প্রভূ দয়াময়,ছন্দপতন জীবনের।।
জয় জয় পূর্ণব্রহ্ম জগন্নাথ, চূড়ামণি দশাবতারী।
অহৈতুকী কৃপা করো,হই যেন মানব-কল্যাণব্রতধারী।।