"আধ্যাত্মিক মঈন"
✍️ চি ত্ত র ঞ্জ ন স র কা র
৩০/০৫/২০২৪ ইং
~~~~~~~~~~~~~~~~
পক্ষাঘাতগ্রস্থ হয়ে লোকটি চলনে অক্ষম।
হুইলচেয়ারে বসে তথাপি গতিতে মোক্ষম!!
সব্যসাচী হস্তদ্বয় তাঁর স্টিয়ারিং এ দক্ষ অতি!
গাড়ী চালিয়ে সে আকর্ষণ করছে পথিক-প্রীতি!!
চাইছে স্থানে স্থানে লোকজনের কাছে ভিক্ষা।
কি নাম তোমার? জিজ্ঞাসিল পথিক একজনা।
'মঈন', থাকি সাবগ্রামে, ছয় জনার সংসার!
কামাই না করিলে পরিবার স্থবির ও আন্ধার!!
পথিক মঈন ভিক্ষা দিয়ে পকেটে হাত দিয়ে-
নিরীক্ষণ করছে গ্রহীতাকে স্বয়ং গর্বিত হয়ে!
রিক্সার ড্রাইভার মঈন যাত্রীকে নিয়ে চলছে।
সময়ের মধ্যে পৌঁছাতে হবে তাকে গন্তব্যে।।
যাত্রী মঈন আছে সীটে পায়ের উপর পা দিয়ে!
হেডসেটে সে গান শুনছে রবি ঠাকুরের 'হিয়ে'!!
সিএনজিতে বসে আছে আরেক মঈন-
পথে সে বইছে যাত্রী অনুক্ষণ সারাদিন।
'ডিপজল' এর ড্রাইভার মঈন রওনা ঢাকা-
৫৫ সীটের হুন্দাই কোচের ঘুরাচ্ছে চাকা!
মঈন নামের কনস্টেবল অতি ক্লান্ত হয়ে-
যানজট নিরসনে আছে বিশ্রামে ঘুমিয়ে!
মঈন নামের টোকাইটি মুক্তিযোদ্ধা-স্তম্ভে!
পাদদেশে নিদ্রামগ্ন,আরেক মঈন হতভম্বে!!
দুইজন মঈন খোশগল্পেতে পথের পাশে।
পড়ছে তারা পরস্পরে সাথে গড়াগড়ি হেসে!!
পথচারী মঈন যায় মার্কেটে পায়ে হেঁটে।
অটোরিকশার মঈন অপেক্ষায় তাঁর বাটে!!
পাশেই একটা কারে ডাঃ মঈন সগৌরবেতে।
রুচিসম্মত রিচম্যান শোরুমে যাচ্ছে কিনতে!!
এতো সব ব্যস্ত মঈনের ভিরে স্রষ্টা-মগ্ন মঈন!
নির্জনে বসে করছে ঈশ্বর-সাক্ষাৎকার-ধ্যান!!
পৃথিবীর স্বীয় কার্যে আছে ব্যস্ত সব মঈন!
কিছু সময়ের ন্যাস্ত দায়িত্ব শেষে হবে প্রস্থান!!
কেন এতো অহমিকা,স্বার্থে নীতির বিসর্জন!
মনুষ্যত্ব আধ্যাতিকতায় করি পরম-চিন্তন!!