'সংকল্প না হয় বিকল্প!!'

✍️  চি ত্ত র ঞ্জ ন  স র কা র
      তারিখ : ১২/১২/২০২৩ ইং
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

কী বিচিত্রই না মানব মন!
প্রিয় জিনিসটা পাওয়ার জন্য হয় আকুল-
কতই না কৌশলী হয় আন্তরিক প্রয়াস!
প্রাপ্তব্য বস্তুর লাগি সদা হয়ে থাকে অস্থির -
মনমরা, অসহায়, নিষ্প্রাণ ও উৎসাহ-উদ্দীপনাহীন জড়বস্ত!
যেন অনন্ত কষ্টের তেপান্তরের জ্বাজ্জল্যমান রাবণের চিতা!

পাওয়ার পর শশব্যস্ত সোৎসাহী সেই চিত্তেই -
বৈপরীত্য পরিলক্ষিত হয়! নিরাশ হয়!
ভোগে উত্তম সিদ্ধান্ত গ্রহণে হীনতায় -
ভাবে 'কি পেলাম এটা!'
'আমি কি এটা গ্রহণ করবো নাকি ত্যাগ?'
অথচ চাতকের মতন অধীর প্রতীক্ষায় দিন গুণত একসময়!
মনের মাধুরি তখন দুঃখের বারিধিতে হয় নিমজ্জমান!

না পাওয়াতে অশেষ হাহুতাশ,অনুশোচনা-
করে ভাগ্যকে গালিগালাজ দোষারোপ!
প্রাপ্তির পর সমাদরে গ্রহণে অনাদর!

কি আশ্চর্যজনক ভয়ংকর জিনিস মনটা!
সমান্তরালে দুটি বৈশিষ্ট্য ধারণ করে চলে সদাই-
সংকল্প না হয় বিকল্প!!