' সবাই ভাবছি -'

✍️  চি ত্ত র ঞ্জ ন  স র কা র
       জলেশ্বরীতলা ; তারিখ : ২৭/০৭/২০২৩ ইং
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ভাবছি সবাই একান্তে অন্তরে-
কিভাবে হবে উন্নতি সমাদরে!

স্বীয় চিন্তায় মগ্ন সবাই -
হবে কিমতে উন্নতি থইথই!

ব্যবসায়ী ভাবছে উত্তম বেচাকেনা -
আর্থিক লাভে সমাজে হবে চেনা!

চাকুরীজীবি ভাবে পদোন্নতির কথা-
দূরে যাবে কিরকমে দুর্মূল্যের ব্যথা!

রিক্সাচালক সিএনজির ভাবনায় থাকে-
সিএনজিচালক বাস কেনায় মশগুল থাকে।

জুনিয়র অফিসার চায় দ্রুত পদান্তর!
উচ্চপদস্থ কর্মকর্তার সম্মান নিরন্তর!!

ছাত্রছাত্রীর লক্ষ্য থাকে ভালো ফলাফলে-
আনন্দ-জীবন হবে সরকারি চাকরি পেলে!!

উত্তম শিক্ষকগণ চায় সুনাগরিক গড়তে!
বিশ্বের দরবারে সুশিক্ষিত জাতি উপহার দিতে!!

ডাক্তার ক্লিনিকে ভাবে রোগীর আগমন-
চিকিৎসা যাইহোক হবে অর্থের সঞ্চয়ণ!
হাইরাইজ ভবন হবে, সুন্দর কার গাড়ী!
রান্না হবে সব সময় সুরুচি কাঁড়ি কাঁড়ি!!

কৃষক ভাবে জমিতে উত্তম ফসল ফলাতে!
ব্যাংকার ব্যস্ত সীমাহীন মুদ্রার জন্ম দিতে!!

সাধারণ মানুষ হৃদে লালন করে আশা!
কবে হবে একটি মনোরূপ 'ভালো বাসা'!!

অকৃত্রিম প্রেমিক ভাবে শুধুই কান্তাপ্রেম!
দরশনে লাভ করে তৃষিত হৃদয় পরম বিরাম!!

সবাই ভাবছি যে আমার আরও হবে ভালো।
বস্তুবাদী জগতে সুখী হবো,অন্ধকারে আলো!!

উপরে আছেন বসে সর্ব্ব-কারণের কারণ!
তাঁর সীদ্ধান্তটাই আসল,কার কি হবে কখন!!