জীবনের মূল হয়েছে সমূলে উৎপাটিত!
যখন হারিয়ে ফেলেয়াছি -
তাঁর সাথে অসীম চিদাত্মিক চিদানন্দ সম্বন্ধ!!
ইহলৌকিক কাজে-কর্মে চলনে বলনে,
চিন্তায় মননে সড়িয়া আসিয়াছি -
পরম উৎস থেকে সহস্র যোজন দূরে!!
শাশ্বত তত্ত্বে যুক্ত হইতে চাহিলেই-
বাধা আসিয়া উপস্থিত হয় অযাচিতভাবে!
বিঘ্ন ঘটায় তোমার স্মরণ বা ধিয়ানে!!
লোচনদ্বয় নিমিলন করিয়া যদিও করি ব্যর্থ চেষ্টা!
তোমার চির আনন্দময় সত্ত্বার ধ্যানে-
কতই না আনাড়ি চিন্তারা আসিয়া হানা দেয়,
তোমা হইতে রাখে বলপূর্বক দূরে!!
যেন মনে হয় ওঁদের স্মরণ করিতেই বসিয়াছি ধ্যানে!
কী রকম অসহায় আমি অবাধ্য মনের কাছে!!
চিরায়ত সেই উত্তম সদানন্দময় জীবনের -
সন্ধান করিয়া পাইতেছিনা কোনোভাবেই!
গুলিয়া যাইতেছে সবকিছুই অসাড়ে ধোঁয়াশার মতন !!
পারমার্থিক জগতে আমি যেন এখন -
এক আগন্তুক এলিয়েন পথভোলা সহায়হীন মুসাফির !
যে ছিল সেই পরমতত্ত্বে সব সময় নিবেদিতপ্রাণা!
পথ দেখাও হে শাশ্বত!
জ্বালাও হৃদয়ে সেই জ্ঞানের আলোকবিন্দু!
যে আলোয় পারি চিনিতে দিব্য অনন্তশক্তিকে!
যাহার থেকে হইয়াছিলাম অগ্নিস্ফুলিঙ্গতুল্য বিছিন্ন!!