" রুচির বৈচিত্র !"
........চিত্তরঞ্জন সরকার (ধ্রুবালোক)
তারিখ  : ১০/০৬/২০২২ খ্রিস্টাব্দ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

কত রকমের ভালো লাগা আছে এ ধরনীতে!
হৃদয় শিহরিত হয় সেসব ভেবে ভেবে চিত্তে!!
বিচিত্র রুচির মানুষ আছে এ সুন্দর ভূ-মন্ডলে।
সবার নিজ নিজ পছন্দ অন্যের সাথে না মেলে!!

কারও ভালো লাগে,ভালো রন্ধ্রনশৈলীতে খেতে-
ভাব করে ঘন ঘন দামী রেস্তোরাঁয় যেতে,
নানান ভঙ্গিমায় ঢং করে ফটোসেশান করতে!
অস্থির হয়ে ছবিগুলো ফেসবুকে আপডেট দিতে!!

কারো লাগে ভালো পরতে পোশাক জমকালো!
কেউ পূর্ণ পরশ্রীকাতরতায়,দেখতে পারে না ভালো!!
কেউবা আনন্দিত হয় অন্য কারোর অপমান দেখতে-
কারও অভূতপূর্ব আনন্দ হয় অন্যের ক্ষতি করতে!

করেও নিজের অঙ্গহানি, করে পরের যাত্রা নষ্ট!
তাতেই পায় নিজের তৃপ্ততা! ভুলে ঈর্ষার অগ্নিকষ্ট!!
সম্মান পাওয়ার আঁশ যেকোনো কিছুর বিনিময়ে!
অন্যের উচ্চপদের করে বড়াই,সানন্দে পরিচয়ে!!
কেউ হয় গদগদ, দর্পে মদমত্ত, অমুকের পদাধিকারে !
তাঁর উল্লেখে সীমাহীন উচ্ছ্বাস,গর্ব অনুভবে ব্যবহারে!!

কেউ খুশি হয় অপরকে স্বেচ্ছায় গালমন্দ করতে!
ভালোবাসে স্বীয় অপাংক্তেয়তা,নির্বোধতাকে ঢাকতে।।
আত্মপ্রচারে অপার আত্ম-মহিমা কেউ বা পায় !
ক্ষমতার দাপটও,কারও হৃদে প্রশান্তি  জাগায়!!

কেউ ব্যস্ত অন্যের বন্দুকের গুলিতে শিকার করিতে!
সাগ্রহে অস্থির হয় কেউবা অন্যের তোষামোদ পেতে-
কারো ভালো লাগে শুধুই অহমিকাতে,অসীম আমিত্বে!
কেউ আধ্যাত্মিকতায় মজে,কেউবা পার্থিব পশুত্বে!!

কেউ ব্যস্ত সদা ষড়যন্ত্রে,অন্যের সমূহ ক্ষতিসাধনে!
পরার্থে কেউ স্বীয় জীবন সংসার করে বিপন্ন,অন্যের কল্যাণে!!
কেউ বিশেষ তুলসীবনের বাঘ, সদা নীতিতে চঞ্চল!
কিছু মনুষ্যত্বের ভিক্ষারী,পোষে হৃদয়ে সচ্চিদানন্দ বল।!!