পুণর্মিলনী
✍️ চিত্তরঞ্জন সরকার
তারিখ : ২৪-১২-২১ ইং
~~~~~~~~~~~~~~~~~~~
সুপ্রসন্ন সুপ্রভাত। সকাল ৭।৩০
পালংক কাঁপিয়ে বাজলো ক্রিং ক্রিং ক্রিং -
স্মার্টফোনে বেঁধে দেওয়া প্রিয় এ্যালার্মটি!
জানান দিলো মহাসমারোহেে প্রস্তুতি নিতে-
ঐতিহাসিক শহীদ খোকন শিশু পার্ক,সাতমাথা,বগুড়ায়,
২০০৪-০৫ সেশানের ইংরেজি বিভাগের,
প্রিয় বন্ধুবর্গের সাথে মাহেন্দ্রক্ষণে সমাবেশে,
সাপাহার,নওগাঁয় এক সুপ্রতীক্ষিত রিইউনিয়নে!!
শেষ কবে সকলে একত্রিত হয়েছিলাম-
মনেই পড়ছে না!
মুখের আদল সবার তো ঠিকই আছে -
স্বাস্থ্যের অনেক পরিবর্তনে,
বাস্তবজীবনে কর্মঠ কায়াতে,
চেনা মুখগুলো অচেনা হওয়ার দশা!
তবুও ফেসবুক রেখেছে সুন্দর সম্পর্ক -
সকলের সঙ্গে সুমধুর যোগাযোগ!
লাইক,কমেন্ট, শেয়ারে!
আর ভিডিও বা অডিও কলে!!
আজ সবাই হবো সানন্দে একত্রিত-
সীমাহীন খোশমেজাজে আলাপনে!
আরও প্রগাঢ় হবে বন্ধন,
সুমহান বন্ধুত্বের, নিঃস্বার্থ মৈত্রীর সেতুবন্ধনে!!
হবে খাওয়া, নাচগান আর হৈ-হুল্লোড়!
অগণিত পোজে হবে শুধুই ফটোসেশান!!
রয়ে যাবে মহাকালের গর্ভে -
জ্বলজ্বলে অমর স্মৃতি-স্মারক হয়ে!!
রঙ্গীন হউক সকল বন্ধুর জীবন,
সাফল্যের চরম সীমায় পৌঁছে যাক সবাই -
চির উজ্জীবিত হোক "বন্ধুত্ব"।
হে মহান প্রতিপালক, দাও শক্তি মোদের-
প্রতি বছরেই যেন পারি মিলিতে,
এহেন প্রেম-প্রীতিপূর্ণ বন্ধুসম্মেলনে!!