'প্রশান্তির ধারা বৃষ্টি-'
✍️ চি ত্ত র ঞ্জ ন স র কা র
জলেশ্বরীতলা ; তারিখ : ২৭/০৭/২০২৩ ইং
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আকাশ ঘিরে ঘনকালো মেঘ-
সবাই হন্তদন্ত ফিরলো ঘরে।
গুড়গুড় দুরুমদারুম শব্দ আকাশে -
জড়সড় সবে বাজ ডাকার ডরে!
অঝোরধারার প্রশান্তির বৃষ্টি
এলো নিয়ে আনন্দ বারতা -
আসছো গো বর্ষা মৌসুম!
দিতে ছুটি অবাঞ্চিত উষ্ণতা!
স্থবিরপ্রাণা অতিষ্ঠ ঘর্মাক্ত প্রাণীকূল-
যাঞ্চা করেছিল চাতকসম!
প্রাণরক্ষাকারী একফোঁটা স্ফটিক জল-
ঋতু বর্ষা বয়ে আনলো পাহাড় সম!!
ঝিরিঝিরি বৃষ্টি ফোঁটা গুলোতে-
আছে যেন তাল-লয়-ছন্দ!
কবি তাই মন্ত্রমুগ্ধ প্রেমাপ্লুত-
কাব্যরচনায় উল্লসিত হৃদ-কন্দ!!