গুরুকুলে অনেক শিষ্য যায় শিক্ষা অর্জনে-
বিদ্যালাভ করার সময় গুরুদেবে মানে।
শ্রদ্ধার রকমফের লক্ষণীয় হয়-
শিক্ষার্থে শুধু আচার্য্যে ভয়!
পূর্ণ রুপে গুরুতে না থাকে বিশ্বাস।
শিক্ষা কিছুই অর্জিত হয় না, হয় সর্বনাশ!
দুই চারটি উপদেশ মানা-
গুরুতে আত্মসমর্পণ বোঝায় না!
সুযোগ বুঝে সমর্থন, আর দুঃসময়ে বিরোধী।
সে কখনো না পায় ঈশ্বর তত্বামৃত-বারিধি।।
গুরু মন গড়ে,পিতা এই শরীর!
গুরুর স্থান বড় নাকি পিতার ভূমিকাই যথেষ্ট।।
উন্নত আধ্যত্মিক চিন্তায় পথ দেখায় গুরু!
জীবনের আসল উদ্দেশ্যর রূপায়ন শুরু!!
আনত শিরে গুরুসদনে শিষ্য থাকে উপবিষ্ট।
ঈশ্বরের করুণা ও ভক্তি লাভ করে, হয়ে উৎকৃষ্ট।।
যারা মুখে অনুগত, ভিতরে থাকে গুরুঘাতক-
ব্যর্থ হয়ে যায় সে বিদ্যা,না পায় জ্ঞানের মুকুট।।