'প্রারব্ধ-দর্শন'
✍️ চি ত্ত র ঞ্জ ন স র কা র
১২/০৯/২০২৪ ইং
.....................................
উত্তম রথে আরোহী অজেয় মহারথী।
বাণে পূর্ণ তূণ তাঁর, রথ চালায় সারথি।।
সন্মুখে নিক্ষেপ করেছেন এক দিব্যাস্ত্র তীর।
আরেকটি নিক্ষেপের জন্য তৈরি করছেন বীর!!
মানব জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির জন্যে-
আমরাই স্বয়ং দায়ী,দোষী করি ললাটকে!
'নিক্ষিপ্ত তীরে'র কাজ হয়ে গেছে শুরু!
'প্রারব্ধ' কর্ম তার নাম,বলেছেন শাস্ত্র-গুরু।।
'নিক্ষেপে উদ্যত তীর' 'আগামী' কর্ম নাম!
'তূণে রাখা তীর' 'সঞ্চিত' কর্ম বিজ্ঞ প্রমাণ!!
'হাতে ধরে রাখা তীর' এবং 'পীঠের তূণের তীর'-
নিক্ষেপ করা বা না করা, ইচ্ছে নির্ভর বীর!
'আগামী' ও 'সঞ্চিত' কর্ম কর্তার করায়াত্তে!
'প্রারব্ধ' অবশ্যম্ভাবী ভোগ্য,নিরলে ভাবি চিত্তে!!
কর্তার ভালো/মন্দ কর্মে 'প্রারদ্ধ' হয় তৈরি!
কুকর্মে কর্মানুবন্ধে দয়ালু স্রষ্টা হয় বৈরী!!