'পারলৌকিক সম্বল'
............................. ধ্রুবালোক
~~~~~~~~~~~~~~~~~~~~
সংসার কাননে অহর্নিশ ভ্রমিতে ভ্রমিতে -
পরিশ্রান্ত হইলেন পথিক বসিলেন অতি নিভৃতে।
শতবর্ষী প্রাচীন বৃক্ষছায়!
অবশ চরণযুগল তাঁর-
গুটায়ে বসিল, নিবারিতে শ্রান্তি বটবৃক্ষ পাদদেশে!

চিরন্তন ভ্রমণে তাঁর শরীর জীর্ণ শীর্ণ।
ক্ষণিকের অবসরেই পাইল নিদ্রা, মুক্ত জনাকীর্ণ।।

পরম আয়াসে -
গভীর নিদ্রায় স্বপ্নাবেশে!
দেখিতে পাইলো তাহার কান্তির হইয়াছে মৃত্যু!
সুক্ষ্ম দেহে আত্মারূপে দেখিতেছে সে স্বীয় শেষকৃত্য!!

অতঃপর সে সুক্ষ্ম শরীরে,
আরম্ভিল যাত্রা ঊর্ধ্বদেশপানে-
দেখিল এক নদী খরস্রোতা, হইতে হইবেক পার!
না দেখি উপায়,প্রমাদ সে গণিল এইবার!!

দিবাকর অস্ত পানে,
নদী পার হইবে কেমনে।
পড়িল ব্যাকুল চিন্তায়, পরিব্রাজক আত্মা তখন।
উদিত হইলো চকিতে, নৌকায় নাবিক করিতে রক্ষণ।।

পার করিতে নদী-
অনুরোধিল নিরবধি।

মাঝি তখন সম্মত হইলো তাঁর পারাবারে -
শুধাইল তাকে, আছে কোন কড়ি  তব ট্যারে?
কড়ি ছাড়া আমি করিনা এই তরীতে পার!
পথিক বলে, কোনো কড়ি নেই তো আমার!!

নাবিক করযোড়ে বলিল তখন,
তব পারাপার সম্ভব নয় এখন।

পথিক বলিল আমার ছিল বহুমূল্য ধন।
কোথায় যেন ফেলেছি হারিয়ে, না যায় কহন!!
কতশত অর্থকড়ি আর ধন দৌলত!
বাড়ি গাড়ি মণি-মাণিক্য হারালাম অকস্মাৎ!!
স্ত্রী-পুত্র-কন্যা-নাতি আর বহু লোক লস্কর!
সঙ্গহারা হলেম কেমনে, চিত্তে পাই ডর!!

মাঝি তখন শুধায় পথিকে,
ভালো কাজ করোনি জগতে?

দরিদ্রে সেবা, জলহীনে জল!
অসহায় জনেরে দাওনি অর্থদানে বল?
গৃহহীনে কখনো কি করেছো গৃহদান?
সৃষ্টির মাঝে করোনি কভু স্রষ্টার সন্ধান?
তোমার জীবন উৎসেরে করোনি উদার সেবা?
ইন্দ্রিয়তৃপ্তিসাধন করেছো সদা, তোমায় রক্ষিবে কেবা?

অন্ধজনে দেহ আলো,
মুমূর্ষে সেবায় মেলো।

মানুষ হয়ে বেহুশ হয়ে,মনুষ্যত্ব হারালে!
সৎকর্ম ও স্রষ্টা প্রণিধান কখনোই না করলে!!
উত্তম কাজের ফলে, তোমার পুন্য জমিবে!
পরপারের কড়ির ভয়, কভু না থাকিবে!!

সৎকর্ম পুন্যফলই পারের কড়ি!
হবে পুলসিরাত ভবনদী পাড়ি!!

চলে যাও  ফিরে ঘরে, কর সংসারে পুন্যকর্ম!
ভৃত্যবৎ চলিও ঈশ্বরের, সামনে রেখে ধর্ম!!

সহসা ভাঙ্গিল নিদ, পথিক নয়ন মেলিল!
স্বপ্নপর্ব শেষে সে নব দীক্ষিত পারমার্থিক হইলো!!