শব্দ গাঁথুনি : চিত্তরঞ্জন সরকার (ধ্রুবালোক)
খইয়ের মত ফোঁটাও উত্তম কথা তুমি!
নীতি কথার জাহাজ তুমি,
গোপন মিথ্যাচারে ব্যস্ত তুমি!
লোকব্যবহারে অতীব চতুর তুমি,
আসলে প্রকৃত অর্থে ভন্ড তুমি!!
তোমার একজন বিচারবুদ্ধিহীন অন্ধ ভক্ত আমি!
ক্রাশ খেয়েছিলাম তোমাতে আমি,
তোমার মিথ্যা মহত্ত্বের মুগ্ধ আমি!
ছলাকলা তোমার বুঝেছি আমি,
শুধু নীতিকথার তোতাপাখি তুমি!!
পাওয়া দূর্লভ ও মুশকিল মানুষ তোমার মতন!
লোকে ভাবে তুমি আল আমিন,
ধর্মরাজ বাইরে তুমি,ভেতরে মৃত্যুর বীণ!
তোমার যোগসাজসে জনগণ ক্ষীণ,
বোঝেনা তারা তুমি একজন চরিত্রহীন!!
তোমার মহিমা বোঝা বড়ই ভার, যদিও তা ভাসা!
বাগপটু বাগাড়ম্বরে তোমার মিষ্টি ভাষা,
না বুঝে তোমার কৌশল, লোকে হয় কোণঠাসা!
মহাদুঃখী হয় তারা, না মেটে তাদের আশা,
তুমি অনায়াসে সাবলীলে ভাঙ্গো বিশ্বাসের বাসা!!
জেগে উঠ সকলে দিতে ভন্ডকে নাকানিচুবানি!
সবাই স্বশিক্ষিত ও সুশিক্ষিত হউক,
তোমার মুখে সীমাহীন চুনকালি পড়ুক!
জনতা তোমার প্রকৃত স্বরূপ অন্বেষণ করুক,
তাদের স্বীয় কল্যাণের তরে সচেতন হউক!!