'অবহেলিত পাংখা'
✍️ চি ত্ত র ঞ্জ ন স র কা র
০৬/০৪/২০২৪ ইং
~~~~~~~~~~~~~~~~
উফ! আসলো গরমের ঋতু!
কারেন্ট যাওয়া-আসার উত্তম সময়!
ফ্যান ঘুরছে সেলিং এ-
দিনক্লান্ত এলানো শরীর,
রাতের খাবার খাওয়া শেষে -
বিছানায় বিশ্রাম নিতে নিতেই ;
কখন যে নয়ন মুদে যায় সুগভীর ঘুমে!
কিন্তু নিদ্রা আবেশে হঠাৎই আবিষ্কার হয়!
ঘর্ম সিক্ত নেয়ে উঠা শরীর!
কখন যে 'কারেন্ট' নামক শান্তির বাহক চলে গেছে!
অন্যের বাড়িতে মনোরঞ্জনের তরে!
অগত্যা হাজারো অবান্তর অভিশাপ তাঁকে!
কারেন্ট বেচারা যেন অসহায়!
তাঁর শুধু যাওয়াটারই ঠিক আছে -
আসার কোনো ঠিক ঠিকানা নেই!
অবশেষে হাতরে বেড়াই অন্ধকারেই-
কোথায় যেন তাল পাখাটি?
অবশ্যম্ভাবীভাবে খুঁজে নেয় হাত দু’টি!
তৎপর হরদম পেশিশক্তির ব্যয়ে -
চলতে থাকে কৃত্রিম বাতাসের উৎপাদন!
কিছুটা প্রশান্তির নিমিত্তে!
অবহেলিত পড়ে থাকা পাংখাটিও অবশেষে -
গৃহকর্তার সেবাশুশ্রূষায় কাজে লাগে!
হাতের অটোমেটিক ঘুর্ণণে'-
শীতল করা প্রত্যাশিত সমীরণ সৃজনে!