' নারীর মর্যাদা '

✍️✍️✍️✍️✍️ ধ্রুবালোক।
তারিখ  : ০৮-০৩-২০২২ ইং
~~~~~~~~~~~~~~~~~~~

পাতালে, জলে, স্থলে ও অন্তরীক্ষে -
সকল স্থানে, সকল পরিবেশে!
মহিমা গীত হয় সকল নারীদের!
উচ্চকণ্ঠে ধ্বনিত হয় ভূয়সি প্রশংসার !!

মায়ের নামে প্রতিটি পরিবারে শ্রদ্ধায় মাথা হয় অবনত,
কন্যা, ভগ্নি, জায়ার সেবার অনুপস্থিতিতে -
জীবন হয়ে যায় স্থবির নিশ্চল!

ধরিত্রীর ইতিহাসে যত কঠিন সমস্যার সমাধান -
সে সমূদয় সব হয়েছে,
মাতৃশক্তির শক্তিতে হয়ে বলিয়ান!
পূজ্য ও প্রনম্য তাঁদের মহিমান্বিত কার্যক্রমে!

সে মায়ের জাতি আজও কেন নিগৃহীত!?
নিষ্পেষিত হয় কেন কিছু দুর্বার কু-মনাদের কাছে?
কেন শিকার হয় তাঁরা মূল্যহীন ভোগ্যদ্রব্যের মতন?
নির্যাতিত, শোষিত, লাঞ্ছিত কেন হবে তাঁরা?
মায়ের সুশীতল আঁচল ধরা মা-ভক্তরা-
হয় কেন মায়েদের বিদ্বেষী,অত্যাচারী?

মায়ের জাতির কিছু উগ্র মায়েদের নিকট প্রার্থনা-
লোভাতুর দেহসৌষ্ঠবে নাই বা করুন চলাফেরা!
নিজেকে রাখা হোক শান্ত সৌম্য ভক্তিময়ী রূপে-
কল্যাণী কলায় পৃথিবীর মঙ্গল হোক!!
গড়ে উঠুক আয়েশা, ফাতেমা,গার্গী চরিত্রগুলো!

মনুষ্যত্ব জাগুক সভ্য সমাজের প্রতিটি রন্ধ্রে -
মায়ের জাতি পাক সমুচিত সম্মান!
সমাজ ভরে যাক রত্নগর্ভা মায়েদের দ্বারা,
মুখের  মেকি ফুলঝুরি কথার পাহাড়ে নয়!
সত্যিকার অর্থে পালিত হোক -
সমাদৃত আন্তর্জাতিক নারী দিবস!!