'মুখরোচক ভালোবাসা'
~~~~~~~~~~~~~~

সাক্ষাৎ হলেই গলে পরে,
বচনে আন্তরিকতা স্ফুরে,
ভাসায় আনন্দের সায়রে,
কী মধুর সম্পর্ক হায়রে!

তাঁর কথায় মনেই হবে,
এমন সুহৃদ আর না পাবে,
উপযুক্ত কালে ঢের জানবে,
পরিণামে হৃদয় চূর্ণই হবে!

অসীম প্রশংসার ইন্দ্রজালে,
ঘেরাও করবে সে শব্দ-জালে,
'সরলে' তা না বুঝে এগুলে,
পড়বে নিশ্চয়ই বিপদ-ফালে!

হৃদ্দিক ও বাহ্যিক আচরণে,
অকৃত্রিম শুভেচ্ছা-পুষ্পবাণে,
বিপদসংকুলে ঢালে অগ্রগমনে,
সম্পর্কের সুগভীরতা প্রমাণে!

মুখরোচক ভালোবাসাকে তবু-
এড়ানোর উপায় নেই কভু,
সামর্থ্য দিন কারুণিক বিভু,
হৃদয়ঙ্গমে চাটুকার মেকি প্রভু!!

শব্দ গ্রন্থনায় ✍️ চি ত্ত র ঞ্জ ন  স র কা র
........তারিখ  : ০২/১২/২০২৪ ইং