তারিখ : ১১-০৭-২১ ইং
.......................................................
তুমি তো মঙ্গলকারী প্রভূ জগন্নাথ,
ধরার করহে মঙ্গল, দেখাও শুভপথ।
আমরা অতি মূঢ়মতি না জানি তোমার স্তুতি।
জানি নাকো জগন্নিবাস, তোমার মঙ্গল আরতি।।

নিজগুণে করো দয়া ওগো অন্তর্যামী।
কল্যাণকারী ওহে, তুমি তো জগৎ স্বামী।।
হে কৃষ্ণ, হে বলদেব হে কল্যাণী সুভদ্রা।
পৃথিবীর ভার করো হরণ, ঘোচাও দুর্দশা।।

কি হতে কি হলো আমরা কিছুই না জানি।
সর্বাপদ করো খণ্ডন শুনায়ে বরাভয় অমৃতবাণী।।
কার্য-কারণের তুমি একমাত্র তত্ত্ব-জ্ঞানী।
মহামারি আতঙ্ক দূর করো,ক্ষমা করো মোদের গ্লানি।।

তুমি ধরিত্রীর অনাথবন্ধু, তুমি পতিতপাবন।
তোমার কৃপায় বাঁচি মোরা, ওগো মধুসূদন।।
বড়ই বিপাকে মোরা পরেছি, অদম্য করোনায়।
রক্ষা করো তুমি ঠাকুর, চাহ করুণাধারায়।।

তোমার রথযাত্রায় হউক সবার জীবনানন্দ।
দূরে যাক সকল প্রকার অশুভ নিরানন্দ।।
সর্ব্ববিধ শুভ প্রদান করো তোমার রথ-দর্শনে।
সর্ব্বমনোষ্কামনা করো পূর্ণ, তব রথ স্পর্শণে।।

পুত্রার্থীকে পুত্র দাও,কন্যার্থীকে দাও কন্যারত্ন।
ধনার্থীকে ধন দাও, পূন্যার্থীকে করুন প্রভূ যত্ন।।
যোগীশ তুমি দরশন দাও যোগীকে ধ্যানের অভ্যন্তরে।
জ্ঞানীর জ্ঞানবিদ্যা পূর্ণ করো, সে পাউক তোমারে।।
ভক্তরা যেন তোমার সাক্ষাৎকার পায় শুদ্ধভক্তিতে।
ব্রহ্ম-আত্মা-ভগবান ত্রিবিধ সূর্য স্বরুপ প্রকাশ তোমাতে!!

নয়ন সমুখে এসে উদিত হও নাথ তুমি।
উত্তম কর্মেতে চালিত করো,শ্রীকৃষ্ণ সারথী।।
ভালমন্দ বিবেক বৈরাগ্য কিছুই আমাদের নেই।
সমর্পিত তোমাতে মোরা,আনন্দ-যজ্ঞে নাচছি ধেই ধেই।।