'জন্মাষ্টমী-সন্দেশ'
✍️ চি ত্ত র ঞ্জ ন স র কা র
তারিখ : ১৯-০৮-২০২২ ইং
~~~~~~~~~~~~~~~~~
অমোঘবাণী প্রদাতা গুরু,
বিশ্বাত্মা সর্ব্বাবতার কল্পতরু,
জগদীশ জগদ্বিখ্যাত জগতগুরু।
চিরন্তন শ্বাশত পূন্যপ্রভাত,
প্রেমের অমর প্রতীক মূর্ত,
পরমব্রহ্ম সাকার পরমেশ্বর।।
যদ্যপি দৌরাত্ম দুষ্টের, বাড়ে অন্যায় অত্যাচার,
শুদ্ধ-আত্মারা হয় নিগৃহীত।
সুপথী দুর্বলরা শুধুই পায়, দুর্ধর্ষ কংসের অবিচার,
দূরে রেখে ধর্ম ভাগবত।।
সদ্ধর্মের সমূহ রক্ষণ, দুষ্কর দুষ্টের ধ্বংসের কারণ,
কলুষিত কর্মের মূলোৎপাটন।
মহাকালকে আশ্রয় করি, স্বেচ্ছায় পরম করুণাময়,
মানবতারে ধরিত্রীকে করেন উদ্ধারণ।।
ভক্তের ভগবান ৫২৪৮ বছর আগে-
প্রাণসম অতুল ভক্তের আকুল আহ্বানে,
করুণাসিন্ধু লর্ড শ্রীকৃষ্ণ আসেন জগতের পুষ্টিতে-
সমগ্র অসুরকুল অহিতকারীদের নাশিতে।।
কর্ম-জ্ঞান-যোগ-ভক্তি প্রদর্শক,
শ্বাশত গীতা মোক্ষের প্রদায়ক,
জ্ঞানদাতা অচ্যুত সত্যসনাতন।
মৃতপ্রায় পার্থের প্রাণসঞ্চারক,
জীবনপ্রদীপ জ্বালান শ্রীকৃষ্ণ,
মহাভারতের পরমপুরুষ মহাপ্রাণ।।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে, প্রাণভরে ভক্তিতে স্মরণে,
সদ্ধর্মাচারণে করি তাঁকে জীবন্ত।
পরম করুণাময় প্রভূ, অধমজনার পাথেয় বিভু,
কৃপা কর শ্রীকৃষ্ণ বিধাতা অনন্ত।।