ইনসাফ
সদা সত্য না হলে কি হয় কখনো প্রবাদ বাক্য?
হয়ে আছে যুগ যুগান্তরে সাক্ষ্য!
শক্তের ভক্ত নরমের যম,
সর্বদা প্রথমেই প্রদত্ত হবে শক্তের যত চাওয়া!
না চাইতেই হাজির করা হবে সামনে!
নরমের জন্য তোলা আছে -
অপ্রত্যাশিত সীমাহীন নিরপরাধ লাঞ্ছনা!!
ন্যায়সংগত চাওয়ার কোনই সুযোগই নেই!
সাজানো যত বাহানা,অন্যায়,কূটকৌশল!
যা কেরে নেয় সরলের নিশার ঘুম!
প্রাপ্য অধিকার চাওয়া-
সরলের মহা মহা অপরাধ!
মোসাহেবি না করতে পারাই জঘন্যতম অযোগ্যতা!
কোনো চাওয়াতেই সে না পায় কর্ণপাত!
বিচারপতির উপরেও আছে ঊর্ধ্বাকাশে-
নিরপেক্ষ নিরুপাধি বিচারক!
চিরদিন কাহারো সমান নাহি যায়!
অবিচারী বিচারক ও পাবে সুবিচার!!
ইনসাফ অবশ্যই হবে-
সময়ের বিবর্তনে সবাই পাবে কর্মফল!
কিং অফ কিং ওজিমেন্ডিয়াস ও হয়েছিল ধূলিসাৎ!
সুকাল ও যায় মহাকালের গর্ভে, অতলে!!
হতাশ হতে হতে একদিন নরম ও হবে কঠিন!
তাঁর দ্বারাও হবে অধিকার আদায়ের আন্দোলন!!
০৪/০১/২২