হংস ও রাখাল : প্রণয়োপাখ্যান

✍️  চি ত্ত র ঞ্জ ন  স র কা র
       ২০/০১/২০২৪ ইং
~~~~~~~~~~~~~~~~
হাঁসের দল বিলের মধ্যে করে আনন্দ জলকেলি।
লক্ষ্য রাখে সংখ্যা তাদের রাখাল আয়াশে পা মেলি।।

মাঝে মধ্যে চোখ লেগে যায়,তন্ময় হয় তন্দ্রায়।
গণনা করে হাঁসের সংখ্যা চকিতে,যাতে না হারায়!!

কিছুক্ষণ পর পর রাখালের এ হেন কর্মকাণ্ডেতে।
বিলের পাশের কৃষাণী,থাকে খলখলিয়ে হাসতে।।

"আরাম করে ঘুমাও তুমি নিজ বাসে গিয়ে!"
হতচকিয়ে উঠে রাখাল বড়ই লজ্জা পেয়ে।।

চক্ষু মেলে দেখে রাখাল সর্ষে-ক্ষেত আলো করে।
মোহিনী এক ডাকছে তাকে,হেসে উচ্চতর স্বরে।।

মোহিত হইয়া রূপে তখন জিজ্ঞেসিল সমাদরে।
তোমাকে তো আজই দেখলাম হেথায়,আগারে?

সলাজে বসিয়া অদূরে সৌষ্ঠব-সৌন্দর্যের ধনি।
"কেমনে বলিব আমি, আমি তোমায় তো না চিনি!!"

"এখনি আমায় গো তো তুমি ঘুম থেকে জাগালে!
আপন মানুষ না হলে কি আর আনন্দে ডাকলে?"

এলোকেশী স্বর্ণাঙ্গী আড়চোখেে মুচকি সুমিষ্ট হেসে।
দৌড়ে পালালো বাড়ি, রাখালকে বেঁধে প্রণয়-ফাঁসে!!