'ধৃতি'

✍️  চি ত্ত র ঞ্জ ন  স র কা র
       ১৮/০১/২০২৪ ইং
~~~~~~~~~~~~~~~~

শ্রুতি-স্মৃতি-শাস্ত্র পুরাণে বা দ্বাদশ উপনিষদে।
'ধৃতি'র রয়েছে উল্লেখ অপৌরুষেয় শ্বাশত বেদে!!

'দৃঢ় সংকল্প',  'ধৈর্য',  'অধ্যবসায়', 'উদ্যমতা', 'সন্তুষ্টি'।
সুকুমার বৃত্তিগুলোর বিকাশন, উত্তম মূল্যবোধ-কৃষ্টি!!

এগারো রুদ্রানীর মধ্যে অন্যতম 'দেবী ধৃতি'।
মহাভারতের সাধ্বী পান্ডবা-পত্নী 'দেবী মাদ্রী'।।

আদি পিতা মনুর উল্লেখিত ১০টি মূল্যবোধ।
অন্যতম 'ধৃতি' চেতনার পূর্ণতা,ইন্দ্রিয় উপরোধ।।

গীতার সাত্ত্বিক বিশ্বাস আর নির্দোষতার প্রতীক।
সংযত ইন্দ্রিয়ে,প্রাণ-কর্মাদি সমূহ,চলে পথে সঠিক।।

ভক্তিরসামৃতসিন্ধুতে 'ধৃতি' হলো সেই মহান অবস্থা।
পরম প্রভুর সংগে একাত্মতার উপলব্ধির সাম্যাবস্থা।।

ভালো মন্দ বৈষম্যমূলক জ্ঞান পরম সুখ-কারণ।
অন্তিমকালে মুক্তিমোক্ষের পথ করে নির্ধারণ।।

নিত্য অভ্যাসে হয় অর্জিত 'শুদ্ধ সাত্ত্বিক ধৃতি'।
দেহাবসানে প্রাপ্তি হয় পরমেশ্বর করুণা-প্রীতি।।