'চল স্বপ্ন ছুঁই-'

©️ চি ত্ত র ঞ্জ ন  স র কা র
তারিখ : ২৬/০৯/২২ ইং
~~~~~~~~~~~~~~~~~~~~~~

তোর চোখে আমি দেখি এ ধরনীর সৌন্দর্য -
লাগে তখন সবকিছুই মধুময়!
মনে হয় আমি কতই না সুখী মানুষ এ পৃথিবীতে!

তুই এলে কাছে-
শিহরিত হয় সর্ব্বাঙ্গ, সানন্দে হই ভরপুর!
তুই তো আমার আনন্দের মাউন্ট এভারেস্ট!!

তোর স্পর্শের কাছে তো রয়েছে অসীম উল্লাস-
তুই তো আমার পরাণের গহীনের অদম্য পিয়াস!
সপ্তস্বরে বিচিত্ররাগে সু-তানে কম্পিত হই অবিরাম,
ছয় রাগ, ছত্রিশ রাগিনীতে মধুময় কর্ণরসায়ণে-
বিদ্যুৎপুঞ্জ স্পর্শে যেমন হয় সারা শরীর কম্পিত!!

তোর নেত্রে যদি না দেখি সন্তোষের প্রকাশ-
যদি হেরি তোর আনন্দকুন্দ বদন কোমল,
ভরে আছে বেদনার কালো ছায়ায়,
শোকানলে বিষন্ন বিমর্ষ,
নিজেকে হারিয়ে  ফেলি আমি তোর দুঃখের বারিধিতে!!

তুই আমার প্রাণেশ্বরী-
সমস্ত কাজের উদ্যমের প্রেরণাদায়িণী শক্তি!
তুই আমার সারা দেহমনে অফুরন্ত আনন্দশক্তি!
যে রাখে আমাকে সারাক্ষণ সজীব প্রাণবন্ত করে !!

তোর সাথে চলতে চাই একই পদতালে-
তোর সাথে বুনতে চাই আমার সমূহ স্বপ্নের বীজ!
স্বপ্নপূরণের তুই অনন্য কারণ!
চল স্বপ্ন ছুঁই তুই আর আমি,
দুঁহু হাতে হাত রেখে সন্তর্পণে উঠি সাফল্যের মঞ্চে!!