" বর্ষামঙ্গল কাব্য "

©️ চি ত্ত র ঞ্জ ন  স র কা র (ধ্রু বা লো ক)
তারিখ  : ২৮-০৮-২০২২ ইং
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

তপ্ত ধরা -
চারদিকে সবকিছুই যেন তৃষ্ণার্ত,
গরমে দাবদাহে তেষ্টাগত ফ্লোরা ও ফনাকুল,
তদুপরি ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া-
সুপরিকল্পিত ঘোষণায় দীর্ঘ সময়ের জন্য!!

তখন-
চাতকের মত সকলে চেয়ে থাকে -
উর্ধ্বাকাশ থেকে কখন যেন নামবে বৃষ্টির অমৃত ধারা!
কখন করবে কৃপানিধি বারিধারা বর্ষণ!!
পরম শীতল ছোঁয়ায় পরাণ জুড়াবে।
তেষ্টাগত প্রাণীকূলের অধীর আগ্রহে অপেক্ষা -
কখন নামবে অবিরাম ধারায় বৃষ্টি!!

প্রত্যাশা-
সজীব পূর্ণপ্রাণ হবে পৃথ্বী-
অমরপুরের আশীর্বাদ পুষ্ট অভিষ্ট জলধারায়!
খরা হবে বিদুরিত,
গাছ পালা,বিস্তৃত চিড় ধরা মাঠ ঘাট পাবে প্রশান্তি!
বিন্দু বিন্দু বারিষে!!
প্রাণ রক্ষাকারী মৃতসঞ্জীবনী বৃষ্টিতে!!

অবশেষে-
করলেন কৃপা সর্ব্বাশ্রয় -
সকলের সহৃদয় প্রার্থনায় চিত্ত বিগলিত তাঁর-
নামলো বহু প্রতীক্ষিত বৃষ্টি !
নামলো উন্মুক্ত মাঠে, ধানক্ষেতে, খেলার মাঠে-
নদী- নালা-খালে বিলে, সায়রে।
কুঁড়েঘরে-টিনের ঘরে-দালান কোঠায়!
কৃত্রিম ঠান্ডা হাওয়া সৃষ্টিকারী এসিও হলো শীতল!

কৃপাতে-
মসজিদ-মন্দির-প্যাগোডা-গীর্জার ছাদে-
নেমে আসলো প্রার্থিত সুশীতল কোমল ঝর্ণাধারা!
ধনী-দরিদ্র,শ্বেতাঙ্গ- কৃষ্ণাঙ্গ, উঁচু- নিচু, পদস্থ-অধস্তন-
সকলেই স্নাত হলো সমানভাবে!
কোনো বৈষম্যের শিকার হলোনা কেউই!
বরষায় সব হলো মঙ্গল!
সবকিছুই আবার চলতে করলো শুরু, স্বাভাবিক ধারায়!!