'আনন্দ বিলাস' (Ananda Bilash)
--চিত্তরঞ্জন সরকার (ধ্রুবালোক)
~~~~~~~~~~~~~~
বিস্তৃত হলুদময় চিত্তরঞ্জিত সরিষার ক্ষেত!
বিপুল জলরাশির অভূতপূর্ব সুবিখ্যাত ধীবরদিঘী!
জবাই বিলের সেই সুবিশাল দিগ্বলয়ের সলিল!
গোধূলি লগ্নে সেই বিলে যান চালিত নৌকা ভ্রমণ!
সন্ধ্যায় পাখিদের নীড়ে ফেরা প্রত্যক্ষ করা !
তীরের মত করে দলে দলে!
যেন পক্ষীকূলের এক রচনাকৃত সৈন্যব্যূহ!!
চারপাশে শুধুই জল আর জল!
উর্ধ্বাকাশে পাখিদের নিষ্পাপ উড়ে যাওয়া,
আমাদের মত নাবিকদের আনন্দ দেয়া!
মনে পড়ে গেল কোলরিজের সেই বিখ্যাত কবিতা!
দ্যা রাইম অব দ্যা এ্যানসিয়েন্ট মেরিনার!
মনে হলো ওই উড়ন্ত পাখিগুলোই যেন অ্যালব্যাট্রজ!!
কিন্তু আজ আমাদের মধ্যে নেই সেই-
খামখেয়ালি নেতৃত্বের বৃদ্ধ নাবিক!
যার কারণে অন্য সকল নাবিকদের -
অশেষ পাপ ও কষ্ট নসীব হয়েছিল!
আজকে আমরা সবাই প্রকৃতি ও পাখি প্রেমিক!!
দেহ মনে নয়নে আমরা অবারিত উৎফুল্ল !
ব্যাচমেট পুরাতন বন্ধুরা সবাই একই গাড়ীতে-
আনন্দ বিলাসে কখনো ধীবরদিঘী,
কখনো বা ইউএনও বন্ধুর বাংলো 'অমিয় ধারা'য়,
বন্ধুর আয়োজনে সুস্বাদু খাবারে ভুড়িভোজন ব্যস্ত!
সুদৃশ্যের নীল জার্সি গায়ে অবারিত সরিষার ক্ষেতে!
অথই হলুদের সায়রে আনন্দে অবগাহন!!
শ্রদ্ধেয় স্যারের সঙ্গদানে আনন্দ বহুগুণে পায় বৃদ্ধি !
তারপর বিস্তৃত সরিষার ক্ষেতে সমবেত হয়ে দাড়িয়ে -
ইতিহাস সৃষ্টিকারী সেই গ্রুপ ফটো তোলা!
অসংখ্য আঙ্গিকে ছবি তুলতে তুলতে -
বন্ধুর নিয়ে যাওয়া ক্যামেরায় মেমোরি ফুল দেখায়!
তারপর গাড়ীতে উঠে আবার যান্ত্রিক দৌড়!
জবাই বিলে নৌকা বিলাস করতে!
বন্ধুবর্গের সহাবস্থানে আনন্দ বিলাসে!!
উপভোগ ও স্বাদ নিলাম বন্ধুবর নয়নের প্রদত্ত-
নওগাঁর সুমিষ্ট রসপুর স্বনামধন্য 'গজা'!
হলো লটারি মনভুলানো পুরষ্কারগুলোর -
নিষ্পাপ মেধাময় শিশু হস্তে!
অতঃপর বগুড়ার পথে বাড়ীর দিকে রওনা!
পথিমধ্যে অযাচিত আকস্মিক যাত্রাবিরতি!
যানবাহন ত্রুটিতে শীতে খানিকটা নিরানন্দ আস্বাদন!
তবুও বন্ধুদের নিয়ে আনন্দে রাত তিনটায় বাড়ি ফেরা!!
তারিখ : ৩০-১২-২১ খ্রীস্টাব্দ।
(....Recollected in tranquility...)