'আমি শিক্ষিত মানুষ হতে চাই'
✍️চিত্তরঞ্জন সরকার
তাং- ১৭।১০।২০২১ ইং
---------------------------------------
উচ্চশিক্ষা লাভ করলেই,
শিক্ষার সর্বোচ্চস্তরে পৌঁছলেই অথবা -
বিশ্ববিদ্যালয়ের গণ্ডী পেরুলেই কি মনুষ্যত্ব অর্জিত হয়?
তার দ্বারা কি প্রকৃত শিক্ষিত বলে বিবেচিত হতে পারি?
বোধহয় প্রশ্নদ্বয়ের উত্তর একটি বৃহৎ 'না'।
অক্ষরজ্ঞান সম্পন্ন হলেও,
বড় বড় ডিগ্রিধারী হলেও -
যদি অন্তর্লোকে মানবীয় গুণের বিকাশ না হয়!
তবে কেমনে সে হবে একজন পূর্ণ মানুষ!!
যদিনা সে চালিত হয় স্নেহ -প্রেম-দয়া-ভক্তি দ্বারা,
যার হৃদয়দেশ কোমলতা ও উদারতায় গঠিত!
মানবিক গুণাবলি অর্জনকারী যদি শিক্ষিতও না হয়!
তাতে কিইবা আসে যায়?
সমাজের খুব কম পরিমাণ ক্ষতির সম্ভাবনা থাকে।
ঈশ্বরের প্রতিরুপ মানুষকে ভালোবাসে সে -
মানবিক গুণহীন শিক্ষিত ব্যক্তির চাইতে উত্তম!
তাঁর স্থান স্মরণীয় উচ্চস্থানে!!
"সবার উপরে মানুষ সত্য,তাঁর উপরে নাই।'
অশিক্ষিত ব্যক্তি মানবিক গুণাবলি সমন্বিত হয়েও-
এই চরম সত্য তাঁর হৃদয়ে সন্তর্পণে লালন করে থাকে।
জাত-পাত,ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে ভালোবাসে-
অকুতোভয়ে অকুন্ঠ চিত্তে নির্দ্বিধায়!
শিক্ষিত হয়ে ব্যক্তি যদি যুগপৎভাবে
মানবীয় গুনাবলির খনির মানুষ হয়!
তাঁর দ্বারা সমাজের হয় প্রভূত কল্যাণ,
উন্নয়ন ও সার্বিক মঙ্গল সাধিত হয়, সুচারুভাবে!!
ওহে পরম পিতা দাও মোরে যথোপযুক্ত শক্তি-
যার দ্বারা আত্ম-মোক্ষ ও জগতের হিতসাধক হই।
আমি সত্যিই একজন অপাংক্তেয়!
আমি একজন মানবীয় গুণাবলির শিক্ষিত মানুষ হতে চাই! "