' এই তো জীবন -'
✍️ চি ত্ত র ঞ্জ ন স র কা র
তারিখ : ০৯/০৮/২০২৩ ইং
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মহাকালের গর্ভে চিতারোহণে-
মাটির গভীরে কবরে বা সমাধিতে,
পার্থক্য কি হয় কভু?
কে সাধারন মানুষ, কেইবা অভিজাত শ্রেণির!
সমান সবাই,পক্ষপাতহীন নিরুপাধি সৃষ্টিকর্তা !!
চিতার অনল আর কবরের মাটি নাহি চেনে,
জজ,ব্যারিস্টার,উকিল,মক্কেল,কৃষক বা কর্মী -
জাদরেল বিচারক, বিচার প্রার্থী,
বিচার আয়োজকবৃন্দকে,
মহামহিম রাজাধিরাজ, মহামান্য মন্ত্রীবর্গ, আর সাধারণ প্রজা-
দুধে-আলতা গায়ের বরণ বা
কুচকুচে আফ্রিকান কৃষ্ণাঙ্গরা-
সবাই মিশে যাবে পাঞ্চভৌতিক উপাদানে!
ক্ষিতি,অপ,তেজ,মরুৎ,ব্যোম্ -
সকল অংশে হয়ে যাবে বিভক্ত,
ভস্মীভূত নশ্বর মরদেহ!!
তবুও হয় না কেন যেন মানুষ সাবধান!
হয় নাকো মনুষ্যত্বর হুশ!
ভাবে - বাঁচবে সারাজীবন,
মরবে না বোধ হয় কোনোদিন!
কাল কাটায় অহংকারে,কুটিলতায়!
পা পরেনা আর মাটিতে!
দিয়ে সরলতার চিরন্তন বিদায়-
চতুরামিতে দক্ষ অনুক্ষণ,
করে ফেরে শুধুই সুযোগসন্ধান!!
কু-চক্রীপনা,হিংসা,বিবাদ,লোভ,ক্ষোভ, বিদ্বেষ -
চিতাতেই সব শেষ,
এইতো জীবন!