'এই আছি এই নেই'
✍️ চি ত্ত র ঞ্জ ন স র কা র
২৪/০১/২০২৪ ইং
~~~~~~~~~~~~~~~~
শান্তনু সকালে উঠিল নিদ্রাবসানে -
কলেজের ইংরজি বিষয়ের প্রভাষক-
সময় মত কলেজ চত্বরে হবে পৌঁছাতে,
পাংচুয়াল শিক্ষক সে !
সেকারণে প্রিন্সিপালের খুবই প্রিয়ভাজন মানুষ !
উন্নত নাস্তা শেষ করিয়া -
জমকালো কোর্টপ্যান্ট টাই পরিয়া,
পশমি গরম ওভারকোট প্রচন্ড শীত নিবারনের তরে!
দামী চকমকে লেদার সাইড ব্যাগ!
আয়নার ঝলকানিযুক্ত কালো জুতা!
হাতে সোনালী চেইনের প্লাটিনাম-হাতঘড়ি!
সগৌরবে জিক্সার মটর সাইকেলে করিয়া আরোহন-
রাজপথে চালায় সে গাড়ী রাজকীয়ভাবে-
রঙিন চশমার মধ্যে দিয়ে মনোযোগে!
মনে কতই না সন্তুষ্টি এবং পদমর্যাদার আত্ম-অহংকার!
বেলা ১ টা বাজে,
বুক ফুলিয়ে শিক্ষার্থীদের জ্ঞানদান শেষে-
বাড়ির দিকে দেয় সে রওনা!
ফিরিতে হবে দৃষ্টিনন্দন প্রাসাদে!
সেই চিরচেনা স্টাইলে।
গতির বাহনে ভোঁ ভোঁ করে-
পারি দিতে ৩০ কিলোমিটার ৩০ মিনিটেই!
অকস্মাৎ বিধি বাম!
শরীর হলো খাম!
দর্শনে ঝরিতে থাকিলো কপোলে ঘাম!
মহাসড়কে ভারী দ্রতগামী বাহনের সাথে সজোরে সংঘর্ষ!
ছিন্ন ভিন্ন স্বর্ণাঙ্গ ভূলুণ্ঠিত ধূলায়!
পথচারী আমজনতারা শুধুই করে হায় হায়!
অবশিষ্ট শুধু চোখের কোণে একফোঁটা জল!
ধরায় চিরস্থায়ী দু:খ-স্মৃতি!
মধ্যাহ্নে শ্রেণির মহারাজা এখন নিষ্প্রাণ নিস্প্রভ জড়পদার্থ!
নিশ্বাসের নেই কোনো বিশ্বাস!
কিসের এত মিথ্যা অহংকার!
নয়ন দুটি মুদিলেই তো দুনিয়া অন্ধকার!
এই আছি এই নেই!