'আর পারিনে'
.....................ধ্রু বা লো ক
১৫/০৪/২২
খিদে পাওয়ায় ঢুকলাম একটি রেস্টুরেন্টে -
জলযোগের তরে!
১০ম শ্রেণি ছাত্র 'রঙ্গন' বসে আছে-
নাস্তা করছে আগে থেকেই সেখানে!
ডান হাতে সে খাবার খাচ্ছে!
আর অন্য হাতে অবিরাম স্মার্টফোন টেপাটেপিতে-
সে কী ভীষণ ব্যস্ততায় মত্ত সে!
কে এলো,কে গেলো?ভ্রুক্ষেপ নেই এতটুকুন তাঁর !!
কি গিলছে ওঁর মনোযোগ নেই সেদিকেও!!
সুস্থ্য বা অসুস্থ্য মস্তিষ্কে এ রকম লক্ষ লক্ষ রঙ্গনেরা- এরকম কাজ প্রতিনিয়তই করে যাচ্ছে!!
আর পারিনে চলতে -
স্মার্টফোন ছাড়া জীবন যেন একেবারেই অচল!!!
রাস্তায় হাঁটছে রমিজের ভাই সোহান-
৬.৬'' ইঞ্চির স্মার্টফোন তাঁর হাতে,
একমনে সুগভীর মনোযোগের সাথে-
সোস্যাল মিডিয়ায় অনবরত আপলোড দিতে থাকে!
অন্যদিকে, ডানে বামে, উপরে নিচে -
কোনো রকম ভ্রুক্ষেপ নেই!
সামনে চলন্ত অটোরিক্সাটি কোনোমতে -
দূর্ঘটনা এড়াতে পাশ কাটিয়ে চলে যায়!!
তাঁর বৃদ্ধাঙ্গলিদ্বয় অবিরাম সার্চ মোডে অন থাকে!!
অনবরত মোবাইল ফোনে কী যেন ঘুরাতেই থাকে!!
আর পারিনে চলতে আমরা -
স্মার্টফোন ছাড়া জীবন যেন একেবারেই অচল!!!
পশারী সাহেব সদ্য-নিয়োগপ্রাপ্ত মেধাবী সরকারী আমলা, সব বিষয়ে ভালো করে সে!
দৈনন্দিন বাজারে যায় বাজার করতে-
জিনিসপত্রাদি ক্রয়ের নিমিত্তে,
ক্রয়ের পর কাগজে কলমে সে হিসেব করে না!
ছোট খাটো অংকগুলো আর মনে মনে করতে পারেনা!
তাই স্মার্টফোন-স্ক্রিনে অংকগুলো করে সে!
সে আর নিজে কাগজে কলমে লিখে হিসেব করেনা!
কারণ নিজের উপরে তাঁর আস্থা কম!
যদি ভুল করে ফেলে!
ভুল হতে পারে ভেবে-
মোবাইল ক্যালকুলেটরে কাজ চালায় সে!
আর পারিনে চলতে -
স্মার্টফোন ছাড়া জীবন যেন একেবারেই অচল!!!
রাত নির্ঘুম কাটাতে বাধ্য করে -
কালার ফুল স্ক্রীনের মোহছায়া!!
কিভাবে সুচরিতার সারা রাত কেটে যায়!
সে একবারেই বুঝতে পারে না!!
তাই সে নিয়মিত সকাল ১১ টার গুরুত্বপূর্ণ ক্লাসে-
স্বাভাবিক উপস্থিত হতেই পারেনা!!
আর পারিনে আমরা চলতে -
স্মার্টফোন ছাড়া জীবন যেন একেবারেই অচল!!!
আর পারিনে এক ন্যানো মুহুর্তও কাটাতে -
আমাদেরকে খুবই ব্যস্ত রেখেছে মোবাইল!
আমাদেরকে করেছে গ্রাস 'সমূলে মস্তিষ্কে!'
যেন এমন ভাইরাসের কোন এন্টিভাইরাস নেই!!