যখন যুক্তি-তর্কে হেরে যায়
তখন ব্যক্তি আক্রমণ হয়
নির্বোধের সেই আইন ও বিচার
ভাবে মনে- পেল জয়।
আইন পড়লেই আইনজ্ঞ হয় না
ওই জ্ঞানের সীমা ভিন্ন;
আর যত তাড়াতাড়ি বুঝবে তাহা
অজ্ঞানের কলসি হবে দীর্ণ
দর্শনে যুক্তিতর্ক জ্ঞান বিজ্ঞান
মানব সমাজের অগ্রদূত;
ওই তাহা বিশ্বাস করে না যারা
তারা অন্ধকারের ভূত।।
ভূতেরা সব অতীত নিয়ে
ব্যস্ত থাকতে দেখি;
ভবিষ্যতের আলোর প্রভা
চোখ ধাঁধাবে বুঝি।
২৬শে আষাঢ়,১৪৩১,
ইং ১১/০৭/২০২৪,
বৃহস্পতিবার দুপুর ১২:২৩।২৪২৮,২২/০৪,
১২/০৭/২০২৪।