যৌনতা জৈবিক চাহিদা ছাড়া আর কিছু নয়
উদগ্র বাসনায় থাকে হোথা ভয়।
হয় হিতাহিত বোধ শূন্য সেই চাহিদার কারণ
সংযমের উপদেশ হয় যেথা বারণ।

ভুলে যায় হিতোপদেশ ভুলে যায় বাণী
নির্মম চাহিদাই আনে তারে টানি।
সুস্থ মনে বলি আমরা পাগলের কথা
আমরাও পাগল হই নিয়ে মনে ব্যথা।

রিপু সংযম আত্মচেতনা কঠিন সাধনা
শৈশব, কৈশোর, যৌবনে পাবেনা।
যদি কেউ পেতে চায় পাবে কৃচ্ছ সাধনায়
স্বচ্ছ-সুন্দর মন সময়ে কি পাওয়া যায়?

সময়ের প্রেক্ষাপটে গাছে গাছে ফুল ফোটে
অসময়ে চাইলেই তাহা কি এসে জোটে?
জীব শ্রেষ্ঠ এই মানুষ থাকে না সেই হুশ
চেতনা বিবেক বুদ্ধি পারেনা করিতে খুস।

জ্ঞানীগুণী কারে বলি অভয়াদের পায়ে দলি
মানুষ রূপী পশুরা সততই যায় চলি।
সেই নীতিবোধ, চেতনা আর শিক্ষার বাসনা
মান-হুসের জীব তুমি কোনদিন ভুলনা।

১৮ই আশ্বিন, ১৪৩১,
ইং ০৫/১০/২০২৪,
শনিবার সকাল ৯:৩৫। ২৫১৬, ২৩/১৯,
০৮/১০/২০২৪।