যৌবন বড় ছোট্ট সময়
তাহা যেন ধ্বংস না হয়।
রাখতে হবে যত্ন করে
মিলবে বন্ধু তবেই জয়।
মুখের কথা বড় সহজ
ভাঙছি তাহা সবাই রোজ।
রাখতে গেলে সেই সম্মান
ছাড়তে হবে তরল ভোজ।
মনের দৃঢ়তা বড় প্রয়োজন
তাই লাগে ওই চিত্তে চেতন।
মনের শক্তির প্রাণের শক্তির
আজ উঠুক জেগে সেই মনন।
শত বাঁধায় রইবে অবিচল
তবেই পাবে যৌবনের ফল।
ওই এটাই সাধন এটাই মনন
জীবন বৃন্তের সেই শতদল।
২৬শে পৌষ, ১৪৩০,
ইং ১২/০১/২০২৪,
শুক্রবার বেলা ১১:৩৩। ২২৪৭, ২০/৬৩, ১৪/০১/২০২৪।