যদি ধর্ম কর্ম ছেড়ে দিয়ে
হতে পারতাম মানুষ;
তাহলে এই জগতে আমরা সবাই
হারাতাম না হুশ।

আজ কোথায় গেল বিবেক বুদ্ধ
কোথায় মানবতার গুণ;
ওই আলুনি লাগে পান্তা ভাতে
না দিলে সেই নুন।

সুসামঞ্জস্য বোধটা মোদের
ফিরবে কবে বলো;
জ্ঞানের বড়াই কেমনে করি
বুঝে সুঝে চলো।

২৭শে অগ্রাহায়ন, ১৪৩১,
ইং ১৩/১২/২০২৪,
শুক্রবার দুপুর ১:০৭। ২৫৮৩,২৩/১৯৯,
১৪/১২/২০২৪।