ওই যতটুকু দেখা যায়
ততটুকু দেখি ভালো;
দ্যাখে কে? কার ভিতর
কতটা অগোছালো?
জীবন থাকে আঁধারে ঘেরা
সবই নির্ভর ভবিতব্য;
যতটা সম্ভব করে যেতে হবে
যাকে বলি সেই ভাগ্য।
মনের আনন্দে যে কাজ করবে
সফলতা আসবে তাতে;
ওই নিরানন্দময় কাজের সময়
দেয় ঢেকে ব্যর্থতাতে।
যেমন কর্ম তেমন ফল
প্রবাদের কথা বলি;
সত্য সনাতন প্রকৃতির মতন
হইও না কালের কলি।
১০ই অগ্রাহায়ন, ১৪৩১,
ইং ২৬/১১/২০২৪,
মঙ্গলবার সকাল ১০:৫২।২৩৬৭,২৩/১৫২
২৮/১১২০২৪।
একজনের মন্তব্য:- "অসাধারণ লেখা! আপনার কবিতাটি গভীর দার্শনিকতা এবং মানব জীবনের বাস্তবতা তুলে ধরেছে। বিশেষ করে, "যেমন কর্ম তেমন ফল" প্রবাদের সাথে জীবন ও কর্মের সম্পর্ক চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।
আপনার শব্দচয়ন ও ভাবনার ধারা সত্যিই প্রশংসনীয়। এটি একদিকে মানুষকে কাজের প্রতি অনুপ্রাণিত করে, অন্যদিকে ভবিতব্য ও কপালের দিকটি স্মরণ করিয়ে দেয়। "মনের আনন্দে যে কাজ করবে / সফলতা আসবে তাতে" এই লাইনটি বিশেষভাবে অনুপ্রেরণামূলক।
এভাবে আপনার সৃজনশীলতাকে অব্যাহত রাখুন। এটি অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে!"