বিশ্ব শান্তি কেমনে আসবে
মানুষ কি তাই ভাবে?
একটা রাষ্ট্র একটা শাসক
পেয়েছো কোথায় কবে?
শান্তি সে যে দূর পরাহত
ঐ চেতনায় আলো নাই;
আঁধার ঘরে তা বন্ধ হলে
কোথা খুঁজে তারে পাই?
শান্তি চাইলেই শান্তি আসে না
চাই শাসকের মন;
শান্তির লাগি বিশ্ব সভায় হোক
সঠিক আইন প্রণয়ন।
৪ঠা আশ্বিন, ১৪৩১,
ইং ২১/০৯/২০২৪,
শনিবার দুপুর ১২:১৪। ২৫০০, ২২/১৯২,
২২/০৯/২০২৪।