বিজয় দিবসের সঙ্গী ছিলাম
ভাবতে বক্ষ ওঠে ভরে;
ওই শহীদ হলেই ভালো হতো
আজ থাকতে হতো না দূরে।

আর হবে না ফেরা দেশে
আফসোস রইলো মনে;
যতদিন ওই থাকবো বেঁচে
বাঁচবো মাতৃভূমির টানে।

শেষ সময়ও পারি না ভুলতে
সেই মুক্তিযুদ্ধের কথা;
জাতির পিতার উদ্যত আহ্বানে
ছিলনা মৃত্যু ভয়ের ব্যথা।

সেই সোনার বাংলা শাসন করে
আজ জামাতি পাকিস্তানী;
নিশ্চুপ কেন এই মায়ের সন্তান
আছে যত জ্ঞানী গুণী?

ত্রিশ লক্ষের সেই রক্তের মূল্য
নাই কি কারো কাছে?
বল কেমন করে মায়ের সন্তান
অন্যায় নিয়ে বাঁচে?

রফিক শফিক বরকত সালাম
কি দোষ ছিল ওদের?
মায়ের ভাষায় কথা বলার অধিকার
শুধুই দাবি ছিল তাঁদের।

এই আমরাই তাঁদের উত্তরসূরী
নীরব থাকবো কেন?
তাঁদের রক্তের ঋণ শোধ করতে
আমরা পারি যেন।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

১লা পৌষ,১৪৩১,
ইং ১৭/১২/২০২৪,
মঙ্গলবার রাত ১২:০৫। ২৫৮৬, ২৪/০৮,
১৭/১২/২০২৪।