শাসন শোষণ ক্ষমতার বসন
পেতেই হবে করিতে শোষণ।
ভেকধারী হয়ে মানুষকে ভুলায়
এমন শাসক দেখেছো কোথায়?

দেখায় সবারে অতি সাধারণ
কপালে মেখে চড়চিত চন্দন।
সাধুবেশে মানুষকে ভোলায়
নিজে যেন দেবতার তুলনায়।

আবার রাজবেশে কভু আসে
যেন জোদ্দার, যেন জমিদার,
জনপ্রতিনিধি যায় ক্রমে ভুলি
অন্য রূপে ধরে তাঁরেে তুলি।

ধারে না ধার ওই জনগণে
নিজের সম্পত্তি ভাবে মনে মনে।
জোদ্দার জমিদার যেমনটি করে
তাহাই করে গণতান্ত্রীক রাষ্ট্রকে ধরে।

ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ ছাড়া
কিছুই ভাবে না তো তারা;
দেশের ক্ষতি মানুষের ক্ষতি
চিরকাল করে যায় ওরা।

১৫ই বৈশাখ ১৪৩১,
ইং ২৮/০৪/২০২৪,
রবিবার বেলা  ৬:৩৮।২৩৫৩,২১/২৯
২৯/০৪/২০২৪।