ভালোর সাথে মিশলে পরে
ভালো হওয়া যায়;
ঐ কালো মুছে সাদা করার
থাকে ভালোর দায়।
ভালোর কষ্ট অনেক বেশি
মন্দের তাহা নাই;
জীবন বোধের সকল কথা
ভালোর কাছে পাই।
ন্যায় অন্যায় বিচার করা
বিবেকবোধের ফল;
মন্দর কাছে ওই তাহারা
শুধুই নদীর জল।
কঠিন শ্রমে মধু আনে
মন্দরে তা দেয়;
মন্দ ভাবে তাঁর অধিকার
তাইতো সে নেয়।
মন্দের কাজ নিংড়ে নেওয়া
রসের শেষ ফোটা;
যায় মরে যায় ভালো যাক
থাকবো আমি গোটা।
২৪শে বৈশাখ ১৪৩১,
ইং ০৭/০৫/২০২৪,
মঙ্গলবার বেলা ১১:০৬। ২৩৭০, ২১/৪৯
১৬/০৫/২০২৪।