যারা ছিল স্বাধীন বাংলার মুক্তিযোদ্ধা
দাঁড়িয়ে মৃত্যুর দ্বারে;
তোমরা যারা আজ রসিকতা করছো
প্রশ্ন করো না তাঁরে।
তোমায় যে দিল স্বাধীন পতাকা
মৃত্যুর মুখো হয়ে;
তাকেই হিংসার গাইতি শাবলে
ঝাঁঝরা করে দিলে।
চেয়ে দেখো ভাই অতীতের দিকে
কোথায় এমন ঘটে?
আসনের লোভে, ক্ষমতার লোভে,
পুনঃপুন আসে বটে।
নিজের ভালো পাগলেও বোঝে
বুঝলে না শুধু তুমি;
যে কলঙ্কের অধ্যায় রচিত হলো
চিরদিন বইবে জন্মভূমি।
তালিবানীরাও দেখে লজ্জা পাবে
সোনার বাংলার দৃশ্য;
হোতে চাইবে কোন একদিন তারা
তোমাদেরই কারো শিষ্য।
নতুন সূর্য উঠবে, অস্ত যাবে
আবার প্রভাত হবে;
সেদিন যদি হেথা এমনই ঘটে
দায়টা তুমি কি নেবে?
উত্তর তোমায় দিতেই হবে
আজ কিংবা কাল;
দেখো তোমার কর্মের ফল
ছড়ায়ে রেখেছে জাল।
হিরোশিমা নাগাসাকির সকল স্মৃতি
তুলে ধরেছে সাজ;
ওই মধুর ভাষার সোনার বাংলা
পাবে না লজ্জা আজ?
২২শে শ্রাবন, ১৪৩১,
ইং ০৭/০৮/২০২৪,
বুধবার রাত ১১:৪২। ২৪৫৫, ২২/৭৫,
০৮/০৮/২০২৪।