রানী বারবার প্রমাণ করে
সে যে উলঙ্গ;
কিছু নির্বোধ বুদ্ধিজীবীরা
দেয় তার সঙ্গ।

চাটুকাররা অর্থের লোভ
মুখে যা আসে তাই বলে;
সত্য মিথ্যা ভালো-মন্দের
ধার ধারে কোন তালে।

রানীভাবে আছি ভালো
যেমন খুশি তেমন চলো;
এমনিভাবেই যাবে চলে
হাঁক ছেড়ে সবাই বলো।

আমি পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী
এবং মন্ত্রীদের প্রধান;
আমার বিরুদ্ধে আমিই প্রতিবাদ করব
চলো জনগণকে দেই অনুদান।

জনগণ কুকুর বিড়াল ছাগল গরু
এটাই যেন সই;
কিছু চাল ডাল ওদের দিলে পরেই
ভাজতে পারি খৈ।

বাদ্য বাজে চড়াং চড়াং চিড়িৎ চিড়িৎ
চলছে খেলা তাই;
রানীর সাঙ্গোপাঙ্গ সব দুষ্টুচক্রীদের
দিচ্ছে ঘরে ঠাঁই।

নীল পারে সাদা শাড়ি
হাউই চপ্পল পড়া;
এত পরেও যে সে উলঙ্গ
দিল সবার কাছে ধরা।

২রা ভাদ্র, ১৪৩১,
ইং ১৯/০৮/২০২৪
সোমবার দুপুর ১২:১৪। ২৪৬৭, ২২/১০৯,
২০/০৮/২০২৪