তৃপ্তি প্রকৃতির সম্পদ
বিলাসিতা কৃত্তিম অভাব;
বাস্তব আর মিথ্যার
ওই কত তফাৎ!
বিলাসিতা নিয়ে আমরা
দুঃখ ভোগ করি;
আর তৃপ্তির খোঁজে ঘুরি
ওই প্রকৃতিকে ছাড়ি।
মানুষের চাওয়া পাওয়ার
নাই কোন শেষ;
তাই নিয়ে সংসার জীবনে
আছি মোরা বেশ।
১৪ই ফাল্গুন, ১৪৩১,
ইং ২৭/০২/২০২৫,
বৃহস্পতিবার সকাল ১১:৪২।২৬৫৯,
২৪/১৮৩, ২৮/০২/২০২৫।